• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ 


মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২, ১২:১৩ পিএম
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ 

গ্যাস, বিদ্যুৎসহ নিত্য পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির আয়োজন এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সিপিবির জেলা কমিটির সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মানিকগঞ্জ জেলা কমিটির সহসাধারণ সম্পাদক আরশেদ আলী, ছাত্র ইউনিয়ন মানিকগঞ্জ জেলা সংসদ সভাপতি এম আর লিটন, কৃষক সমিতির জেলা সংসদ সাধারণ সম্পাদক সেতোয়ার রহমান খান, ক্ষেতমজুর সমিতি মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুল মান্নান।

সমাবেশে বক্তারা বলেন, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম গত এক বছরে বেড়েছে ৫০ থেকে ৮০ ভাগ। দেশের ১৭ কোটি মানুষ এখন বাজার সিন্ডিকেটের হাতে জিম্মি। এই সিন্ডিকেটের পাহারাদারের ভূমিকায় আছে বর্তমান কর্তৃত্ববাদী সরকার। করোনায় দেশের জনগণের আর্থিক দুর্গতি যখন বেড়েছে, আয় কমেছে, চাকরি হারিয়েছে। এরই মধ্যে ডিজেল, কেরোসিনের দাম বৃদ্ধির ফলে বাস ভাড়া বেড়েছে, জনগণের জীবন যাত্রার ব্যয় বহুগুণে বেড়েছে। ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির লাগাম টেনে ধরতে না পারলে জনজীবন দুর্বিষহ সংকটে পড়বে। 

Link copied!